।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাবনিকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর থেকে ফেরার পথে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ‘ভুল হিসাব’ করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয়। তিনি ‘জায়নবাদীদের মিথ্যার’ আড়ালে রাখছেন।
এতে মধ্যপ্রাচ্য সংকট আরো বৃদ্ধি পাবে। গাজা উপত্যাকার কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে তা দখল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেইরা বানানোর ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোগান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা।
তিনি আরও বলেছেন, গাজায় ইসরাইল যা করছে তা গণহত্যা। এ জন্য ইসরাইলি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।
এরদোগান আরো বলেন, নতুন সংঘাত সৃষ্টির চেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করেন এরদোগান।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরো এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না।
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে।