Breaking News:


শিরোনাম :
মহেশখালীকে জ্বালানি ও লজিস্টিকস হাবে রূপান্তরে ৫ বছরের রোডম্যাপ শীতের আমেজ ধীরে ধীরে কমে যাওয়ায় ঢাকার তাপমাত্রা আগের তুলনায় বাড়ছে।   ক্ষমতায় গেলে নদীভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: তারেক রহমান শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স : নিজ শহরে ছাদখোলা বাসে গণ-সংবর্ধনায় সিক্ত নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা সহ নানা বিষয়ে ইসি’র কাছে জামায়াতের উদ্বেগ প্রকাশ ১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক : আসিফ মাহমুদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার আদানি চুক্তিতে অতিরিক্ত ব্যয় অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে: এনআরসি নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • আপলোড টাইম : ০৯:০১ পিএম, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী অভিযানকালে শাড়ি ও ওষুধ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার ১১ অক্টোবর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, হিজলদী, মাদরা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি হতে ভারতীয় ওষুধ ও শাড়ি এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী পোষ্ট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কাপালিপাড়া নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech