।।বিকে রিপোর্ট।।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট টাস্কফোর্স ও যৌথ বাহিনীর অভিযানে উৎমাছড়া-সংলগ্ন গ্রাম থেকে ওই পাথর উদ্ধার করা হয়। উপজেলার উৎমাছড়া ও শ্রীপুরে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন, বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলায় উৎমাছড়ার আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পর আলোচনায় ছিল উৎমাছড়া পর্যটনকেন্দ্র। গত জুনে ঈদের ছুটিতে উৎমাছড়ায় বেড়াতে যাওয়া পর্যটকদের না যাওয়ার অনুরোধ করে ভিডিও ধারণ করেছিলেন স্থানীয় আলেম-ওলামা পরিচয় দেওয়া একদল যুবক।
কারণ হিসেবে এলাকার পরিবেশ নষ্ট ও অশ্লীল কার্যকলাপের অভিযোগ করা হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল, উৎমাছড়ার পাথর লুটপাট করতেই পর্যটকদের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। এবার সেই উৎমাছড়া থেকে লুট হওয়া পাথর উদ্ধার করল টাস্কফোর্স।
আজ সপ্তম দিনের মতো যৌথ বাহিনী ও টাস্কফোর্সের অভিযানে পাথরের পাশাপাশি বালু উদ্ধার করা হয়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত অভিযানে ২ লাখ ১৪ হাজার ঘনফুট পাথর ও ২৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
উদ্ধার পাথর রাংপানি কোয়ারিতে প্রতিস্থাপন করার কথা রয়েছে। এছাড়া প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা।