।।বিকে রিপোর্ট।।
নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগুতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন- বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জাতিকে সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব।
নির্বাচন পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসির এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব ভোটের অনিয়ম তুলে ধরা। রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। আগামী নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে চায় কমিশন।
নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।
বক্তব্যে নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক সংস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না। এ সময় সব অংশীজনকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচন যেন পর্যবেক্ষক সংস্থার চোখ দিয়ে দেখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিয়ে কোনো জটিলতা হলে জানাবেন। সেই সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আমাদের কাছে তুলে ধরবেন।