Breaking News:


শিরোনাম :
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান জাতিসংঘকে পাশ কাটিয়ে ‘বোর্ড অব পিস’ চালু – স্থায়ী সদস্য ফি এক বিলিয়ন ডলার, আজীবন চেয়ারম্যান ট্রাম্প রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন আইসিসি সুবিচার করেনি: বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই – যুব ও ক্রীড়া উপদেষ্টা কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না: জামায়াত আমির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

  • আপলোড টাইম : ১২:৩২ পিএম, শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী কাল থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলগওলো আনুষ্ঠানিক প্রচারণা।

বৃহস্পতিবার ২২ জানুয়ারী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১ম আনুষ্ঠানিক সমাবেশের মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এর পর ফেরার পথে প্রথম দিনেই এক এক সাতটি জেলায় সমাবেশে যোগ দেন তিনি। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

সিলেট থেকে ঢাকা ফেরার সড়কপথে জেলায় জেলায় বিপুল জনস্রোতের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে চলে তার গাড়ি বহর। পথিমধ্যে পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর পার্ক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় নির্বাচনী সমাবেশগুলোতে বক্তব্য রাখেন।

সময়ে হিসেবে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি।

এরপর রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এসব নির্বাচনি সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়াও সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘন্টায় ৭টি সমাবেশ শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান।

নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনী সমাবেশটি করেন ভোররাতে। তারেক রহমান যখন বক্তব্য শুরু করেন তখন বাজে ভোর সোয়া ৪টা। শেষ কয়েকটি নির্বাচনি সমাবেশে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে।

সিলেট থেকে টানা ১৬ ঘন্টা ভ্রমন করতে হয় তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত তার জনসমাবেশগুলোতে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায় গভীর রাত পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech