শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৫ খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ৮০ তম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে বিশ্বের সামনে চীনের শক্তি প্রদর্শন স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি আট বছর পর একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে

৮০ তম বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে বিশ্বের সামনে চীনের শক্তি প্রদর্শন

  • আপলোড টাইম : ১১:৩৬ এএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয়ের ৮০ তম বিজয় দিবস উদযাপনে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয়েছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়োর কিম সহ বিশ্বের ২০ টিরও অধিক দেশের প্রধানের উপস্থিতিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বুধবার ৩ সেপ্টেম্বর আয়োজিত ৮০তম এই কুচকাওয়াজকে বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

এবারের প্যারেডে অন্তর্ভুক্ত ছিল অত্যাধুনিক লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ (ড্রোনের মতো সাবমেরিন), অস্ত্রসজ্জিত নেকড়ে রোবট এবং চীনা সেনার বিশাল বহর।

তিয়েনআমেন স্কয়ারে সমবেত ৫০ হাজারের বেশি মানুষের উদ্দেশ্যে শি বলেন, মানবজাতি আজ জটিল এক সমীকরণের মুখোমুখি হয়েছে। তাদের সামনে বিকল্প রয়েছে যুদ্ধ বা শান্তি এবং আলোচনা বা সংঘাতের মধ্যে থেকে বাছাই করার। আমরা হয় সবাই জয়ী হতে পারি অথবা সবাইকে দমিয়ে একচ্ছত্র মালিক হতে পারি। তবে চীনারা ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে।

অনুষ্ঠানে শি উপস্থিত হন আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের আদলে পোশাক পরা অবস্থায়। মঞ্চে তার পাশে ঘনিষ্ঠ মিত্রের মতো ছিলেন পশ্চিমা বিশ্বে সমালোচিত দুই নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন।

এর আগে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ ২৫টির বেশি দেশের আমন্ত্রিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন শি।

বক্তব্য শেষে ছাদখোলা লিমুজিনে চড়ে সেনাবহর ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরাসরি পর্যবেক্ষণে নামেন চীনা প্রেসিডেন্ট।

আয়োজনের একপর্যায়ে বিশাল ব্যানার নিয়ে আকাশে উড়ে বেড়ায় সামরিক হেলিকপ্টার। এছাড়া, আকাশ প্রতিরক্ষা প্রদর্শনে নির্দিষ্ট ফরমেশন মেনে ৭০ মিনিটের মহড়া দেয় চীনা বিমানবাহিনী।

এদিকে, বেইজিং-মস্কো-পিয়ংইয়ংয়ের সখ্য দেখে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান যখন শুরু হতে যাচ্ছে, তখন নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চীনা প্রেসিডেন্টকে উল্লেখ করে বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাঁয়তারা করবেন, তখন কষ্ট করে পুতিন আর কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েই জাপানি বাহিনীকে পরাজিত করেছিল চীন।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech