Breaking News:


শিরোনাম :
ঘন কুয়াশার কারণে ঢাকার ৯ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে সুইজারল্যান্ডে নববর্ষ উদ্‌যাপনের সময় বিস্ফোরণে নিহত ৪০, আহত ১০০ ডিসেম্বরে এল দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক : আজ বাদজুমা বিশেষ দোয়া রাজধানীতে আজ কুয়াশার দাপট: তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রিতে জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত : জিয়ারত করলেন মির্জা ফখরুল ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

ডিসেম্বরে এল দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

  • আপলোড টাইম : ১০:৪৪ এএম, শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সদ্যবিদায়ী ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বৃহস্পতিবার ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ খবর জানা যায়।

তথ্যে দেখা গেছে, বিদায়ী ডিসেম্বরে মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ গত বছরের ডিসেম্বরে আসা ২৬৪ কোটি ডলারের তুলনায় ৫৯ কোটি ডলার বেশি। ডিসেম্বর মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরের রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার এসেছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে এসেছিলে এ পরিমাণ রেমিট্যান্স। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডও ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।

এদিকে, ডিসেম্বর ২০২৫ মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech