শিরোনাম :
সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৫৬ শিক্ষার্থী, ১জন আইসিইউতে : চবিতে যৌথ বাহিনী মোতায়েন আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চায় জামায়াতে ইসলামী জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৮ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন দুই উপদেষ্টা চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ২য় দিনেও দফায় দফায় সংঘর্ষ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নুরের খোঁজ নিতে ফোন করলেন রাষ্ট্রপতি : উন্নত চিকিৎসা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু : জেনে নিন বিস্তারিত

  • আপলোড টাইম : ০৬:৪৩ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে।

শুক্রবার ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এপ্লাই বাটনে ক্লিক করে অনলাইন আবেদন ফরম পূরণ শুরু করতে হবে।

আবেদনকারী পর্যায়ক্রমে ৪ স্টেপে যথাযথ সঠিক তথ্য প্রদান করে আবেদন সম্পূর্ণ করবেন।

কোন আবেদনকারীর প্রয়োজনীয় সকল তথ্য শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে বা যাদের এস.এস.সি এবং এইচ.এস.সি এর তথ্য বোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে পাওয়া যায় নাই তারাও এখান থেকে আবেদন করবেন 

আবেদনকারীদের অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নিজ নিজ ইউনিটের নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট-ভিত্তিক। ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

‘সি’ (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং ‘বি’ (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। এ ছাড়া স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (‘এ’ এবং ‘সি’) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।

শিক্ষার্থীদের দুর্ভোগলাঘবে এবারের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ, ঢাকা ও রাজশাহী শহরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে খুবির ওয়েবসাইট কুমিল্লা শহরকে যুক্ত করে, চারটি বিভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech