Breaking News:


শিরোনাম :
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপি, সিএমপির গণবিজ্ঞপ্তি, টেক্সাসে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ প্রায় ২৫ শিশু প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৮৭ জন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা-৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে-জনগণ তা রুখবে : জামায়াত আমির

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের

  • আপলোড টাইম : ১০:২৭ এএম, বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মঙ্গলবার ১৮ জানুয়ারি আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেয় সংগঠনটি।

এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘করমুক্ত আয়ের সীমা ৫ লাখ করা এবং ব্যক্তির সর্বোচ্চ কর কমানো উচিত। কর জাল সম্প্রসারণে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ তিনি বাণিজ্যিক আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের একক হার নির্ধারণের প্রস্তাব দেন।

সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- অটোমেটেড কর্পোরেট কর রিটার্ন চালু, ব্যবসায়ীদের ওপর থেকে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) সংগ্রহে বাধ্যবাধকতা প্রত্যাহার করা, ভ্যাট ব্যবস্থা ডিজিটাল করতে ওয়েবসাইটের পাশাপাশি একটি মোবাইল অ্যাপ তৈরি ও তা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা ও একক মূসকহার বা ভ্যাট হার ১০ শতাংশ করা।

তাসকীন আহমেদ বলেন, কর্পোরেট কর রিটার্ন প্রদানে স্বয়ংক্রিয় পদ্ধতি না থাকায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ম্যানুয়ালি রিটার্ন জমা দেয়। ম্যানুয়াল বা হাতে লেখা রিটার্ন সময়সাপেক্ষ, জটিল ও ত্রুটিপূর্ণ হয়। এসব উল্লেখ করে দ্রুত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য অটোমেটেড কর্পোরেট কর রিটার্ন চালুর করা প্রয়োজন।

প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ব্যক্তির কর বেশি হওয়া উচিত। কোম্পানির কম হওয়া উচিত। এবার ব্যক্তির কর ৩০ শতাংশ হবে। এটাকে আরো বাড়ানো উচিত। ভারতেও বেশি। উন্নত দেশে ৫০ থেকে ৫৫ শতাংশ। এটাকে কমানো ঠিক হবে না। বাড়াতে হবে। নইলে বৈষম্য কমবে না। উন্নত দেশে ব্যক্তির কর বেশি হওয়ায় বৈষম্য কম। এটা ঠিক তারা বেশি কর দিয়ে বেশি সেবা পান। আমাদেরও সেবা নিশ্চিত করতে হবে। তাহলে মানুষ হাতে কম টাকা রাখবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি। তারাই এখন ভুগছে। সবাই একমত হলে, হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। আপনাদের এফবিসিসিআইকে প্রস্তাব দিতে বলেন। দরকার হলে আমরা, ব্যবসায়ীদের জন্য সফটওয়্যারও করে দেব। যত ঝগড়া ভ্যাটের অনেক হারের কারণে।

এছাড়া বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু কেনার ক্ষেত্রে ১ শতাংশ এআইটি হ্রাস করা, কোল্ড স্টোরেজের বিভিন্ন দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ও এআইটি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মশার কয়েল, অ্যারোসেল, রিপিলেন্ট আমদানিতে কর হার কমানোর প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) কৃষিপণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তন অব্যাহতি, বিক্রয়ের ওপর ন্যূনতম আয়কর দশমিক ৬ শতাংশ বাতিল ও মূসকের আদর্শ হার হ্রাস করার প্রস্তাব দিয়েছে। শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এসপিএফ বাগদা ও ভেনামি চিংড়ি আমদানিতে অগ্রিম আয়কর ও আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রং ও রঙের পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচনা করে স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্জিত লভ্যাংশের ওপর প্রস্তাবিত করপোরেট কর হ্রাস করে ২০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন স্থানীয় বাজার থেকে চামড়া সংগ্রহকালে অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech