শিরোনাম :
‘বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের প্রতীক’ – তারেক রহমান আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয়, আমি রাজি: কাদের সিদ্দিকী আইনশৃঙ্খলা পরিস্থিতি একটুখানি খারাপের দিকে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বদরুদ্দীন উমর আর নেই ‘ব্লাড মুন’: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ- দেখা যাবে বাংলাদেশ থেকেও মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ দিন অফিস বন্ধ, তবুও তেলের ভাউচার ৫ কোটি লাশ পোড়ানো নিন্দনীয়, ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসন ব্যর্থ : হেফাজত ‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

তাপমাত্রা ছাড়ালো ৪১ ডিগ্রি : দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যহত থাকবে

  • আপলোড টাইম : ১০:২৮ এএম, শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৩ Time View
ছবি; বিকে

।।বিকে রিপোর্ট।।
তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশির ভাগ এলাকা। দুই-একটি অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবং চলমান তাপপ্রবাহ অব্যহত থাকবে।

শনিবার ১০ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

আগামীকাল রবিবার ১১ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

উল্লেখ্য, গত দুইদিন আগে শুরু হওয়া মৃদু তাপপ্রবাহ গতকাল শুক্রবার তীব্র রূপ ধারণ করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটাকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ২ দিন তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। আগামী সোমবার থেকে তাপপ্রবাহ বিভিন্ন অঞ্চল থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে তীব্র তাপপ্রবাহের সাথে অধিক আদ্রতার কারণে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech