শিরোনাম :
খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার

এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা

  • আপলোড টাইম : ০৮:৪৯ পিএম, রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে সংস্থাটির সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার ২৯ জুন বিকালে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়, অতি জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা টানা দ্বিতীয় দিনের মতো রবিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

এর আগে মে মাসে এনবিআরকে দুটি ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করার অধ্যাদেশ জারি হলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন। পরে সরকার আলোচনার আশ্বাস দিলে আন্দোলন কিছুটা স্তিমিত হয়। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলতে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজস্ব আহরণ ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতির কারণে আমাদের বাজেট ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা দেখা দিয়েছে। সংস্কারের বিরোধিতা ছাড়াও চলতি অর্থবছরের শেষ দুই মাসে তারা রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যাহত করেছে।

আন্দোলনের নামে এই কর্মকাণ্ড পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থের পরিপন্থি।

সরকার দাবি করেছে, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবি বিবেচনায় নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে তারা অনমনীয় অবস্থান নিচ্ছে, যা দেশের অর্থনীতির ক্ষতি করছে।

বিবৃতিতে সরকার জানিয়েছে, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech