শিরোনাম :
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি: ২ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৪৩ এনবিআরে আন্দোলন: চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ঢাকাসহ দেশের নয় অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একমত: অধ্যাপক আলী রীয়াজ ফেসবুকে বিতর্কিত মন্তব্য: চাকরিচ্যুত হলেন ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা

  • আপলোড টাইম : ১১:৫৮ এএম, বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে টাঙ্গাইল গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন

মঙ্গলবার ১ জুলাই বেলা ১১ টা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা ও সদস্য সচিব মুনঈম ইসলাম, জেলা সদস্য শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তুষার আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেটি সম্ভব হয়েছে শহীদদের আত্মত্যাগের কারণে।

এখন আমাদের কর্তব্য হলো—যে আকাঙ্ক্ষা থেকে এ আন্দোলন ও আত্মদান, অর্থাৎ একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা। সেটিই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও মর্যাদা।

জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার বলেন, জুলাই আমাদের মুক্তির দ্বার উন্মোচন করেছে ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের কাঁধে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্বও অর্পণ করেছে। আর তা হলো—জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন। আমরা একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি জুলাই গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সমাজে প্রকৃত বিচার নিশ্চিত করতে চাই। যতদিন না পর্যন্ত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হচ্ছে, ততদিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার সংগ্রাম অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্র ফেডারেশনের পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা, সদস্য সচিব মুনঈম ইসলাম, জেলা সদস্য শিশির প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech