।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার ২ জুলাই রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের।
এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
উল্লেখ্য, বুধবার ২ জুলাই মিয়ানমারের ইয়াঙ্গুনে থুয়ান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে কার্যত চূড়ান্ত পর্বে ওঠার পথ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
এশিয়ান কাপে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা অনেকটা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের দল।
এরপর সন্ধ্যায় সি গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের খেলা ২-২ গোলে ড্র হলে, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায়।