।।বিকে ডেস্ক ।।
বিশেষ সম্পাদকীয়ঃ
বঙ্গবন্ধু ও তাঁর নেতৃত্বে স্বাধকার আন্দোলন ও স্বাধীনতা-অবিভাজ্য।
দল-দলীয় সরকারের যাবতীয় কার্যক্রম (কর্ম/অপকর্ম)-বিভাজ্য
বাঙ্গালীর স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু ও তার নেতৃত্বে আওয়ামী লীগের অবদান অবিভাজ্য-দল ও দলীয় সরকারের যাবতীয় কার্যক্রম (কর্ম/অপকর্ম)-বিভাজ্য।
মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অশোভন উক্তি/আচরণ/মানসিকতা গ্রহণযোগ্য নয়। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু-হতে হবে জাতীয় ঐক্যের মুল ভিত্তি এবং বিষয়টি কোনো বিশেষ ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ হতে পারে না এবং বিভাজন সৃষ্টির মানসিকতা নিয়ে মাঝখানে অন্য কাউকে দাড় করানো অযৌক্তিক।
স্বাধীনতার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি এবং দেশ ও জাতি অনেক দূর এগিয়েছে-আরো প্রত্যাশা ছিল। ভবিষ্যতে সে প্রত্যাশাও পূরণ হোক জাতীয় শোক দিবস এই কামনাই থাকলো।
ম,ম, বাসেত
সম্পাদক
বাঙ্গালীরখবরডটকম