শিরোনাম :
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা আরপিও সংশোধনী : ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব নুরের ওপর হামলাকারীদের বিচার ও ৩ দফা দাবিতে পল্টন মোড়ে অবরোধ গণঅধিকার পরিষদের রুমায় কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার টাঙ্গাইলে পৃথক দুই অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন গাজীপুরে ট্রেনের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষ : নিহত ২ বাংলাদেশের সত্তাকে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে- প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে : ফখরুল জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপলোড টাইম : ০৯:৪৫ পিএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View
ছবি: ভিডিও থেকে

।।বিকে রিপোর্ট।।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ঝালকাঠিতে জেলেদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৪ আগস্ট বিকেল ৫ টায় ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এ নৌকা বাইচ শুরু হয়ে ঝালকাঠি পৌর মিনি পার্কে এসে শেষ হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

এ প্রতিযোগিতায় মোট ১১টি জেলে নৌকা অংশ নেয়। এ প্রতিযোগিতায় সোবাহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। মাহাবুব সিকদারের দল হয় দ্বিতীয় এবং হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম।  সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech