শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যু : যা বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ : ব্লকেড কর্মসূচী ঘোষনা যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যহত: নিহত আরও ১০৬ ফিলিস্তিনি দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক  

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাউদ্দিন গ্রেফতার

  • আপলোড টাইম : ১২:২৪ পিএম, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View
ছবি কোলাজ: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
যশোর থেকে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুরে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। পরে রাতে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন কেন্দ্রে সাবেক এই সামরিক সচিব আত্মগোপন করেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ রয়েছেন। ভেতরে রয়েছেন সেনা ও পুলিশের সদস্যরা।

নুরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, মিয়াজিকে আটক না করা পর্যন্ত আমরা ঘটনাস্থল ছাড়বো না।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন পুলিশের সদস্যরা।

পরে রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে। এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।

পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি জানান, যৌথ বাহিনী হেফাজতে নেয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

উল্লেখ্য, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজী ঝিনাইদহ-৩ আসনের এমপি ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech