।।বিকে রিপোর্ট।।
দেশের উত্তরাঞ্চলের জেলা রাজশাহীতে কুয়াশার আমেজ জানান দিচ্ছে শীতের আগমনির।
সোমবার ৩ নভেম্বর ভোর ৬টা ১৪ মিনিটে সূর্যোদয় হলেও সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে। ভোর থেকেই কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী সহ উত্তরাঞ্চল।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গতকাল রবিবারও তাপমাত্রা ছিল কাছাকাছি, ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কার্তিকের শুরুতেই শীতের আমেজ বাড়ছে। রাত যত গভীর হয়, শীতের পরশ তত তীব্র। উত্তরের মানুষ জড়ো করছে কাঁথা-কম্বল। সপ্তাখানেক আগে থেকেই ভোররাতে মানুষ কম্বল মুড়ি দিতে শুরু করেছে। তবে এখন তো রাতে কাঁথা বা মোটা কম্বল না জড়ালেই নয়।
গভরি রাতেও ও ভোরে কুয়াশার রাজত্বে মহাসড়কগুলোতে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলতে হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিনে রাজশাহীতে কয়ক দফা বৃষ্টি হয়েছে। এই তিন দিনে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপ থেমে যাওয়ার পরপরই কুয়াশার সঙ্গে শীত অনুভব করছে রাজশাহীবাসী।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের আগমনি বার্তা।