।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
৪৯৫ রানে থেমেছে গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল ৫০০ রানের।
বৃহস্পতিবার ১৯ জুন ১৫ মিনিট আগে শুরু হয় খেলা। তবে বাংলাদেশের সমর্থকদের যে আশা ছিল তা পূরণ করতে পারেনি হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান।
তৃতীয় দিনের শুরুতে মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাহিদ রানা। গতকাল বিকেলের ব্যাটিং ধসটা পূর্ণতা পেল সকালের তৃতীয় ওভারে এসেই। নাহিদ রানাকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
শূন্য রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। তার উইকেট পতনের মাধ্যমেই শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস।
কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস।
আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।
এর আগে গত মঙ্গলবার প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৪৫ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক শান্ত ১৪৮ রান করেন। মুশফিত ১৬৩ রানে মাঠ ছাড়েন। তবে ৯০ রানে বিদায় নেন লিটন দাস। গতকাল শেষ ২৬ রানে ৫ উইকেট না হারালে ইনিংস হয়তো আরও বড় হতো।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ৯ উইকেট হারিয়ে ৪৮৪। বৃষ্টি বাধায় দিনের খেলা হয়েছে মাত্র ৬১ ওভার। তাতে ১৯২ রান তুলতেই হারিয়েছিল ৬ উইকেট।
তৃতীয় সেশনের খেলা বৃষ্টি বাধায় দেরিতে শুরু হয় এবং শেষ হয় আলোকস্বলল্পতায় আগেভাগেই। এরপরই প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ কি ৫০০ দলীয় সংগ্রহ দাঁড় করাতে পারবে? সেই প্রশ্নের জবাব মিলেছে তৃতীয় দিন সকাল-সকাল। নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিন বাংলাদেশের বোর্ডে যোগ হয়েছে নতুন করে মাত্র ১১ রান।
আসিথা ফার্নান্দো সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্বাগতিকদের হয়ে। মিলান রথনায়েক ও থারিন্দু রথনায়েক শিকার করেন সমান ৩টি করে উইকেট।