।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার ২৮ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত সরকারের সঙ্গে সরকারের জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো।
চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।