Breaking News:


শিরোনাম :
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে : মির্জা ফখরুল ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইয়ে দারুণ শুরু বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিন ইস্যুতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ভিসা ও মোবাইল অ্যাপ চালু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসালেন রুমিন ফারহানা, ভিডিও ভাইরাল

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইয়ে দারুণ শুরু বাংলাদেশের

  • আপলোড টাইম : ০৪:৩৩ পিএম, রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রবিবার ১৮ জানুয়ারি কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে যুক্তরাষ্ট্রকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানের মধ্যেই আটকে রাখে বাংলাদেশি বোলাররা।

ইনিংসের মূল নায়ক শারমিন আক্তার। ৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান।

বাংলাদেশের শুরুটা ছিল মাঝারি। উদ্বোধনী জুটি তিন ওভারে যোগ করে ২৬ রান। চারটি চারে ৮ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। আন্তর্জাতিক অভিষেকে জুয়ায়রিয়া ফেরদৌস করেন ২৩ বলে ১৭ রান। অধিনায়ক নিগার সুলতানা ফেরেন মাত্র ৫ বলে ২ রান করে। যুক্তরাষ্ট্রের মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলা চেপে ধরলে ১০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান দাঁড়ায় ৬৮।

চতুর্থ উইকেটে শারমিন ও সোবহানা মোস্তারি ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা। শারমিন ফিফটি পূর্ণ করেন ৩২ বলে। শেষ দিকে স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ ৭ ওভারে ৭৭ রান যোগ করে বাংলাদেশ।

১৫৯ রানের লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রও লড়াই জমিয়ে তোলে। যুক্তরাষ্ট্রের দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। তবে ২৩ রান করা দিশাকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

এরপর অভিজ্ঞ রিতু মনি দুই ওভারের মধ্যে তুলে নেন তিন উইকেট, যার মধ্যে ছিল ৩৬ রান করা চেতনা পাগিডিয়ালার উইকেট।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে নিয়ে নেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই নেন তিন উইকেট। সাতে নেমে ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলা রিতু সিংকেও থামান নাহিদা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৭ রানেই থামে যুক্তরাষ্ট্র।

নাহিদা আক্তার ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন—আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় চার উইকেট শিকার। রিতু মনি নেন তিন উইকেট।

উল্লেখ্য,বিশ্বকাপ বাছাইপর্বে মোট ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্স পর্বে। সেখানে দলগুলো অন্য গ্রুপ থেকে উঠে আসা তিন দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে।

সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech