শিরোনাম :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ : এক নজরে বঙ্গবীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত: নিহত বেড়ে ৫০০ জন, আহত ১০০০ বাকৃবিতে কঠোর নিরাপত্তা, হল ত্যাগের নির্দেশ : প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ : দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ এসসিও শীর্ষ সম্মেলনে মোদি-পুতিন কোলাকুলি : ট্রাম্পের শুল্কচাপে ত্রিদেশীয় ঐক্য আরও গভীর জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রবাহ ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে : কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ চাঁদ দেখা যায়নি: জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল থেকে

  • আপলোড টাইম : ০৯:১৫ পিএম, সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩০ এপ্রিল থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

সোমবার ২৮ এপ্রিল সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াক্ফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মো. আবদুল মালেক, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ শওকত আলী, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাওলানা অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech