শিরোনাম :
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি ক্ষুধার্ত, নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল: বর্বর হামলায় আরও ৭২ জন নিহত

ক্ষুধার্ত, নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল: বর্বর হামলায় আরও ৭২ জন নিহত

  • আপলোড টাইম : ১১:২৯ এএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মানবিক সংকটে জর্জরিত গাজায় প্রতিদিনই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তাদের লাগাতার বর্ববর হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন এমন কিছু মানুষ, যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন।

রবিবার ২৯ জুন রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।

তিনি বলেন, এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে।

তিনি আরও জানান, পূর্ব গাজা শহরে সাধারণ মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট ছড়ানো হলেও, এর পরপরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা। ফলে হতাহতের সংখ্যা বাড়ছেই।

নিহতদের মধ্যে রাফাহর উত্তরে খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে আসা অন্তত পাঁচজন ফিলিস্তিনিও রয়েছেন। বিতরণকেন্দ্রগুলো পরিচালনা করছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ), যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ইসরায়েলি সেনা স্বীকার করেছেন, নিরস্ত্র সহায়তা প্রত্যাশীদের ওপর গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।

মানবিক সংকটে থাকা গাজায় পুষ্টিহীনতার কারণে শিশু ও নবজাতকের মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে।

গাজা শহরের একটি হাসপাতালে কর্মরত অস্ট্রেলীয় স্বেচ্ছাসেবী নার্স ক্রিস্টি ব্ল্যাক বলেন, আমাদের হাতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই। অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রয়োজনীয় ফর্মুলা খাবার নেই বলেই অনেক মা বুকের দুধ উৎপাদনে অক্ষম হচ্ছেন। শিশুদের জন্য দুধের বিকল্পও নেই।

তিনি জানান, শুধু গত কয়েকদিনেই অপুষ্টির কারণে একাধিক শিশু মারা গেছে। আমরা এমন শিশুদের দেখছি, যাদের বয়স নয় বা দশ, কিন্তু দেখতে মনে হয় দুই বছরের মতো, বলেন তিনি।

তিনি আরও জানান, বোমা হামলায় সৃষ্ট ধুলা ও বিষাক্ত গ্যাসের কারণে শিশুদের মধ্যে শ্বাসজনিত রোগ বেড়েই চলেছে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর (মে মাসের শেষদিক থেকে) ইসরায়েলি সেনারা প্রায়শই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech