শিরোনাম :
জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা নুরের খোঁজ নিতে ফোন করলেন রাষ্ট্রপতি : উন্নত চিকিৎসা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে গর্ভধারিণী মাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ সরকার জাতিসংঘের (ইউএন) সাথে গুম সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে : আইন উপদেষ্টা আহত ভিপি নুরের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া চবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অন্তত ৬০ সব পরীক্ষা স্থগিত প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে হুতি, প্রতিশোধের প্রতিশ্রুতি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক: বাড়ছে বাংলাদেশের রফতানি সম্ভাবনা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ :পাসের হার ৬৮.৪৫ শতাংশ

  • আপলোড টাইম : ০২:২০ পিএম, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশের চেয়ে কম।

বৃহস্পতিবার ১০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল ঘোষণা করে। এবারের ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির

ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান, মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে; উদাহরণ: SSC Dha 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদ্রাসার দাখিল পরীক্ষার ফল www.bmeb.gov.bd ও এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। প্রি-রেজিস্ট্রেশন করেও ফল দ্রুত পাওয়া যাবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.bteb.gov.bd থেকে প্রতিষ্ঠানভিত্তিক ও ব্যক্তিগতভাবে দেখা যাবে। মোবাইলের মাধ্যমে এসএমএসে ফল জানার সুযোগ রয়েছে, উদাহরণ: SSC TEC 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এবারের ফল ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে প্রস্তুত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech