শিরোনাম :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ : এক নজরে বঙ্গবীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত: নিহত বেড়ে ৫০০ জন, আহত ১০০০ বাকৃবিতে কঠোর নিরাপত্তা, হল ত্যাগের নির্দেশ : প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ : দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ এসসিও শীর্ষ সম্মেলনে মোদি-পুতিন কোলাকুলি : ট্রাম্পের শুল্কচাপে ত্রিদেশীয় ঐক্য আরও গভীর জুলাই-আগস্টে রেমিট্যান্স প্রবাহ ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে : কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

এক লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৮৯২ কোটি টাকা

  • আপলোড টাইম : ১০:৪১ এএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬১ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার ২৩ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সূত্র জানায়, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিংটরক)’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ টন এমওপি সার আমদানির প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে।

চারটি পৃথক প্রস্তাবের আওতায় এসব সার আমদানি করতে সরকারের ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ইন্টারন্যাশনাল এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৫৭৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সারও রাষ্ট্রী পর্যায়ের চুক্তির আওতায় আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৭০ মার্কিট ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই এমওপি সার আমদানিতে মোট ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech