।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র।
শনিবার ২১ জুন (স্থানীয় সময়) রাতে তিনি জানিয়েছেন, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে থাকা পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা করেছি। সব বিমান ইরানের আকাশসীমা ছেড়ে গেছে এবং নিরাপদে ফিরেছে।
তিনি আরও বলেন, সবচেয়ে সুরক্ষিত ফোরদো পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আমাদের মহান যোদ্ধাদের জন্য আমি গর্বিত।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।
হোয়াইট হাউস বৃহস্পতিবার ১৯ জুন জানিয়েছে, ইরানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিষয়ে ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এরই মধ্যে তাঁর এ মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।
ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো তা বিশ্বাস করে না। ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি সই হয়েছিল, যেখানে ইরান পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।