Breaking News:


শিরোনাম :
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হলো গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হাসিনা মানবজাতির কলঙ্ক; হাসিনা মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই’ সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা জুলাই হত্যাকাণ্ড : সাবেক ৯ মন্ত্রীসহ ট্রাইব্যুনালে ৩৯ জন গোপালগঞ্জে কারফিউ শিথিল: আবার ১৪৪ ধারা জারি ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ কাজ শুরু করল চীন : বাংলাদেশ ভারতের উদ্বেগ জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালু সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন: প্রেস উইং বাজার তদারকির সমন্বিত রূপরেখা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের আহ্বান ঢাকা চেম্বারের

‘হাসিনা মানবজাতির কলঙ্ক; হাসিনা মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই’

  • আপলোড টাইম : ০৬:৪১ পিএম, রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, হাসিনা মানবজাতির কলঙ্ক; মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ২০ জুলাই রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার।

গতকালের (শনিবার) একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি- আমার পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতের। সে ছেলেটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে খুবই মর্মান্তিক ও নিদারুণভাবে। তাকে গুলি করে মেরেছে, তারপর একটি ভ্যানের মধ্য উঠিয়েছে। বেঁচে আছে নাকি মরে গেছে, সেটা না দেখে আরও কয়েকটি মরদেহ উঠিয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে’—চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা।

১৯৭১ সালে যুদ্ধ করেছি, একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ, প্রশাসন যারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমার-আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে ও হত্যা করছে। কী নির্মম, কী পাশবিক।

এমন নিষ্ঠুর-অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক; হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে ফখরুল বলেন, আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব। যাতে আহত ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা যায়। ইতোমধ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech