National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل

বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া দিবসে সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৪ এ ভূষিত করা হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেকে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক পেয়েছেন।

রোকেয়া পদক প্রাপ্তরা হলেন— দাবা খেলায় বাংলাদেশের কিংবদন্তি রানী হামিদ, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী পারভীন হাসান, নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক, শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার তাসলিমা আখতার।

পদকপ্রাপ্তদের মধ্যে রানী হামিদ বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার, পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন ও সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য, শিরিন পারভিন হক নারীপক্ষের প্রতিষ্ঠাতা এবং তাসলিমা আখতার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৪ উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক বিতরণের জন্য অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, এই পদক তাদের সাম্প্রতিক কোনো অর্জনের জন্য নয়। এটি তাদের সারাজীবনের কর্তব্যবোধ এবং অনুপ্রেরণার স্বীকৃতি যার জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এটা পুরো জাতির জন্য একটি দৃষ্টান্ত।

বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার দূরদর্শিতা ও প্রচেষ্টা সব প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। যারা বেগম রোকেয়াকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন তাদের দূরদর্শিতার প্রতি কৃতজ্ঞতা।