National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل

অনুকথন : মানূষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না-কবি শুভ্র নীলান্জনা

মুগ্ধতা

মানুষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না ।কিছু শুনেও মুগ্ধ হয়না কিছু পড়ে ও না । মুগ্ধ শব্দটা মনে হয় এত সহজ লভ্যতার ভিড়ে কেমন করে খুব গুটিশুঁটি মেরে হারিয়ে যাচ্ছে নিজের মুগ্ধতা টুকু নিয়ে ।

এক সময় দুটো নর ও নারী প্রেমে পড়ত ভীষণ মুগ্ধতা নিয়ে ।সেই মুগ্ধতা গাঢ় হতে হতে এক সময় প্রেমে পরিণত হত ।দুজন দুজন কে অদম্য পাওয়ার আকাংখা থাকত ।হয়ত পারিপার্শ্বিক অবস্থান ,সামাজিকতা , জাতিগত সমস্যা নানা কারণে তাদের প্রেমের সার্থকতা পেতনা ।তাই বলে তাদের প্রেম বা মুগ্ধতা কখনো মরে যেতনা ।

চিরকাল দূরে থেকেও মনের ভিতর ভীষণ গোপনে লালন করত হারিয়ে যাওয়া ভালোবাসার মধুর স্মৃতি । মাঝে মাঝে বেরিয়ে আসত চিরকালের মত কাছে না পাওয়ার দীর্ঘশ্বাস ।

কেউ কেউ সেই বিচ্ছেদ থেকে বেদনাহত হয়ে বিয়ে পর্যন্ত করেননি ।

কি গভীর ভালোবাসা !

ভাবা যায় আজকের দিনে ?

অনেকটা রুপ কথার গল্পের মত মনে হয় ।

পরের প্রজন্মরা বইতে পড়বে অনেক অনেক আগে কোন কোন মানুষ ভালোবেসে ব্যার্থ হলে বিয়ে ও করত না । সেই শোক আজীবন বয়ে বেড়াত । ওরা পুষত বিরহ নামক অদ্ভুত এক অনুভূতি ।

আর এখন মানুষ এত ঘন ঘন প্রেমে পড়ে আর এত ঘন ঘন ভুলে যায় মুগ্ধ হবার অবকাশ কোথায় ?

এখন প্রেমে হয় ব্র্যাকাপ প্রেমিক হয় প্রাক্তন । কখনো দেখা হলে চোখে থাকে একরাশ ঘৃণা ,উপেক্ষা,প্রতিশোধ স্পৃহা ।

মনে হয় না তাদের , আমাদের কখনো খুব ভালো সম্পর্ক ছিল । একদা পরস্পরকে দেখে মুগ্ধ হয়েছিলাম ।

অথচ ৭০/৮০র দশকের সম্পর্কগুলির ভিতরও নিজেরা কখনো সম্পর্ক ছিন্ন করেনি । হয়ত পারিপার্শ্বকতা বাধ্য করেছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ।সেই সম্পর্কগুলি আজো অমলিন ।

হুটহাট করে নিজেদের সুবিধামত সম্পর্ক ছিন্ন করেনি কেউ । এখন যেমন দুধভাত ।

সেই গভীর সম্পর্কের মানুষগুলির এখনো

কারো সাথে কোথাও কখনো দেখা হলে সেই প্রথমদিনের মতই মুগ্ধতা লেগে থাকে তাদের চোখেমুখে । না বলা কত কথা জমা থাকে তাদের চোখের ভিতরে ।

দীর্ঘ নিরবতায় ও প্রেমে থাকে গভীর ব্যাঞ্জনা ।

যা কুঁড়ে কুঁড়ে খায় না মোমের মত আলো ছড়ায় মুগ্ধতার আজো ।

দুজন দুজন কে দেখে অকপটে বলতে পারে হ্যাঁ একদিন আমরা পরস্পর কে ভালোবেসেছিলাম । মুগ্ধ হয়েছিলাম । সেই মুগ্ধতা আজো আছে অমলিন । স্মৃতিতে ভাস্বর।

নীলাঞ্জনা

 (অনুকথন )

বিকে ডেস্ক:

সম্পাদকের নির্দেশনায় কবির

ওয়াল থেকে সংগৃহীত