National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

হাসিনার বিচারের আগে নির্বাচন চাইবে যারা, জাতীয় শক্র তারা: নাগরিক কমিটি

  ।।বিকে রিপোর্ট।।  মঙ্গলবার | ডিসেম্বর ১৭, ২০২৪ | ০১:০৪ পিএম

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। একইসঙ্গে বিচারের আগে যারা নির্বাচনের পাঁয়তারা করবে, আমরা তাদের জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেবো। আগে বিচার হবে, তারপর নির্বাচন- বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে মহান বিজয় দিবসে ‘বিজয় র‌্যালি’ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল বাংলামোটর থেকে শুরু হয়। এরপর মিছিলটি শাহবাগ, আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায়। সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল। তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকেল পাঁচটায় শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়।

বিজয় র‍্যালিতে ঢাকার বিভিন্ন থানা কমিটি ও উপজেলার কমিটির নেতাকর্মীরা যোগ দেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাও যোগ দেন র‍্যালিতে। এ সময় তারা তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ; ৭১-এর পতাকা ২৪ দেবে পাহারা; আমার ভাই কবরে, খুনি কেন বাইরে; ৭১ মরে না ২৪ হারে না; ৭১ আমার শক্তি, ২৪ আমার মুক্তি; ২৪-এর শহীদরা লও লও লও সালাম; ফ্যাসিবাদের দিন শেষে, শান্তি এলো বাংলাদেশেসহ প্রভৃতি স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বুলেট ক্রস করেছি, আগামী দিনে যদি ব্যালটের রেভল্যুশন (নির্বাচন) আসে সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে সেটা বিচারের আগে নয়। বিচার হবে, এরপর নির্বাচন।

বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না মন্তব্য করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সামনে এখন দুটি শত্রু। একটি হলো মুজিববাদ, আরেকটি হিন্দুত্ববাদ। এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করে যাচ্ছে। তারা মুজিববাদ ও ফ্যাসিবাদ তৈরি করেছে। তারা বাংলাদেশে গুম, খুনের জন্য দায়ী ছিল। ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তবে বাংলাদেশের তরুণ-যুব সমাজ চব্বিশে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের তরুণরা কখনও ঘুমাতে পারে না। এ দেশে যত আক্রমণ আসুক, আমরা রক্ত দিয়ে তা প্রতিহত করবো। আমাদের সামনে দুটি শত্রু আছে। একটি হলো মুজিববাদী ও আরেকটি হিন্দুত্ববাদী শত্রু। তাদের মোকাবিলা করতে হবে।

জুলাইয়ে গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিগত আওয়ামী লীগ সরকার দুই হাজার মানুষকে হত্যা করেছে। এই দুই হাজার শহীদের জন্য দায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে হবে। আমরা আওয়ামী লীগকে এ দেশে কখনও পুনর্বাসন করতে দেবো না। এ দেশে মুজিববাদকে পুনর্বাসন করতে দেবো না। আমরা বাংলাদেশে চাঁদাবাজি-টেন্ডারবাজি পুনর্বাসন হতে দেবো না।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশকে জনগণের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার একাধিকবার সুযোগ এসেছে। শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সংবিধান ধ্বংস করা হয়। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে লিজ দেওয়া হয়। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের ভারতের দাস বানিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতা সেটা হতে দেয়নি। দাস নয়, আমরা নাগরিক হয়ে উঠবো।’

তিনি বলেন, ‘৪৭ থেকে ৭১, ৭১ থেকে ৯০, ৯০ থেকে ২৪– প্রত্যেকটি সময়ে বাংলাদেশ জনগণের রাষ্ট্র হয়ে ওঠার সুযোগ ছিল। একাধিকবার সুযোগ এসেছে। ৪৭-এ হয়নি, ৭১-এ শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিসর্জন দেন। শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে অনেক রক্তের পরে, জীবনের পরে আমাদের সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার। বাংলাদেশের ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে নাগরিক হয়ে উঠতে হবে। এই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।’

সারজিস আলম বলেন, ‘আমরা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে বলে দিতে চাই, আমাদের সঙ্গে সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার। আগামীর বাংলাদেশে জনগণের হয়ে নাগরিক কমিটি সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায়বিচারের রাষ্ট্র গঠন করবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট খুনিদের প্রতিহত করবো।