National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফখরুল

  ।।বিকে রিপোর্ট।।  শুক্রবার | ডিসেম্বর ২০, ২০২৪ | ০৯:৫০ পিএম

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীককে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। হাসান আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হওয়ার নয়।

মির্জা ফখরুল বলেন, তিনি শুধু স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রে উত্তরণের যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি বিশেষ করে আমার একজন সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এ সময় সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চলবে, চলতে থাকবে। অসুবিধা হবে না। 

উল্লেখ্য, শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে হাসান আরিফেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।