National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

কোপার ফাইনাল মাতালেন শাকিরা

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  সোমবার | জুলাই ১৫, ২০২৪ | ১২:২৯ পিএম

কোপা আমেরিকা ফাইনালের বিরতিতে পারর্ফম করে মাতালেন পপ তারকা শাকিরা। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন তিনি।

সোমবার ১৫ জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখে হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এর আগে টিকেটবিহীন দর্শকদের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নিচ্ছে শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

শাকিরা অন ষ্টেজ