(humorous n analysis))
কে বলে-রাস্ট্রপতির কোন
ক্ষমতা নেই?
-ম,ম,বাসেত
।। মো:মাহবুবুল বাসেত ।।
আমাদের সংবিধান অনুযায়ী রাস্ট্রপতির কোন নির্বাহী ক্ষমতা নেই।
আমাদের পলিটিশিয়ানরাও বুজেই হোক বা না বুজেই হোক একই কথা বলেন।
কিন্তু এখন বাস্তবে কি দেখা যাচ্ছে-তিনি নির্বাহী আদেশে একটির পর একটি সিদ্ধান্ত নিচ্ছেন।
দেখে মনে হচ্ছে-তিনি নারীকে পুরুষে ও পুরুষকে নারীতে রুপান্তরিত করার ক্ষমতা ও দক্ষতাও রাখেন-মাশআল্লাহ।
দেশে সংবিধান বহাল আছে- তাই,”অন্যকোন বিশেষ প্রকৃতির শাসনের তথ্য”-আমাদের জানা নেই।
সংসদ ভেঙ্গে দেয়া হলেও (বিলুপ্ত নয়) পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত স্পীকার ও ডেপুটি স্পীকার
স্বপদে বহাল আছেন ও থাকবেন।
তাই,এমতাবস্হায়/অর্ন্তবতীকালীন সময়ে রাস্ট্রপতি শপথ ভঙ্গ করে-* অনুরাগ বা বিরাগের
বশবর্তী হয়ে * চান্স নিতেই পারেন।
আমাদের পলিটিশিয়ান ও রাজনৈতিক সংস্কৃতির মান মোটেই উন্নত নয়।
তাই,অনায়াসেই বলা যেতে পারে-এই দিন দিন নয়-আরো দিন আছে।।
মন্তব্য:
(লেখক: সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক)
রাষ্ট্রপতির শপথ:
*http://bdlaws.minlaw.gov.bd/.../2022-04-18-12-44-14...