National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি-প্রতিকী-সংগৃহীত

বিনোদন-অন্যান্য : জামায়াতকে মেরে সবাই সুখ পায়-ক্ষমা না করে উপায় আছে?: ম,ম,বাসেত

  ।। বিকে ডেস্ক ।।  শনিবার | সেপ্টেম্বর ৭, ২০২৪ | ১২:২১ এএম

(humorous)

জামায়াতকে মেরে সবাই সুখ পায়

ক্ষমা না করে উপায় আছে?

-ম,ম,বাসেত

।। মো:মাহবুবুল বাসেত ।।

ফিচার:

বেচারাদেরকে সবাই মেরে সুখ পায়-১৯৬৮ সাল থেকেই মার খাচ্ছিল আওয়ামীলীগের হাতে-আর কত?ক্ষমাতো করবে নির্যাতিতরা-নির্যাতনকারীরা নয়।আবার, কখনো-কখনো আরো মার খাওয়ার

ভয় থেকেও ক্ষমা চাওয়ার মানসিকতা কাজ করতে পারে।

বিএনপিও কম নির্যাতন চালায়নি দলটির ওপর-ঘাতক দালাল নির্মুল কমিটি বিএনপি সরকারেরই সৃস্টি।আওয়ামীলীগের সাথে সখ্যতা থাকার কারনে বিএনপির নিয়ন্ত্রনের বাহিরে নিয়ে যাওয়ার জন্যে জামাযাত অত্যন্ত কৌশলে ইস্যুটা আওয়ামীলীগের হাতে তুলে দেয়।রাতে গোলাম আজমকে গ্রেফতার করে বেগম জিয়ার সরকার-আমি স্বাক্ষী এবং আমার হাতে লেখা সে সব সংবাদ-এবং আরো আছে অনেক অপ্রকাশিত ভয়ংকর কাহিনী।

শুধু একবার বাস্তবতাকে স্বীকার করে জামায়াত বলুক-*বঙ্গবন্ধু-জাতির জনক *জয় বাংলা-জাতীয় শ্লোগান।আওয়ামীলীগের সাথে এক করে এবং এক সাথে দ্রুত ধরে এনে তাদেরকে ক্ষমতায় বসাবে জনগন।

বিএনপির নেতা জিয়া ৭১ সালে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন-”মহান নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের “ পক্ষে এবং স্বাধীতার ঘোষনা শেষ করেছেন-” জয়বাংলা শ্লোগান” দিয়ে-আমি স্বাক্ষী।আমি তখন চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্র।৭১সালের ২৬ মার্চ মেজর জিয়া তিন ট্রাক সৈনিক ও একটি জীপ নিয়ে কাজির দেউরী দিযে আগ্রাবাদ যেতে চাইলে আমরা বলি সামনে গেলে মারা পড়বেন-্যঐযে দেখেন টিলার ওপর নৌবাহিনীর সেনারা অস্ত্র নিয়ে বসে আছে এবং্ঐযে দেখেন স্টেডিয়ামে হেলিকপ্টারে করে সৈন্য নামাচ্ছে পাকিস্তান আর্মী।

এরপর তিনি আগ্রাবাদ না গিয়ে( রেডিও স্টেশন দখল করতে) কালুরঘাট রিলে সেন্টশনের দিকে চলে যানএবং সেখান থেকে বিকেলে ১ম বার ও পরে কারেকশন করে ২য় বার স্বাধীনতার ঘোষনা দেন।নিজের কানে শোনা ও দেখা-কাজির দেউরী আমাদের মহল্লা-স্টেডিয়ামের পুর্ব পাশে-আমরা তখন গাছের টুকরো দিয়ে রাস্তায বেরিকেড দিচ্চিলাম-তখন সারাদেশ অচল।।নীচের লিংকয়ের- মাঈন উদ্দিন খান বাদলের কথাগুলো একদম সঠিক।

দেশের একমাত্র দল-জামায়াত-যেখানে একজনও অশিক্ষিত নেই।আমি কোন দলীয় রাজনীতির সাথে যুক্ত নই। অন্যান্য বীটের সাথে আমি সব রাজনৈতিক দলেরও বীট কভার করা একমাত্র সাংবাদিক এখন পর্যন্ত।

মুক্তিযোদ্ধা জিয়ার ঐ বাস্তবতা কেউ ধারন/লালন করতে না চাইলে -না করুক।কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা যায়না-জাতীয় ঐক্যের স্বাথেই বাস্তবতাকে মেনে নিতে হয়। জিয়ার সেই ঘোষনা এখনো সংরক্ষিত আছে।

নীচের লিংকটি দেখুন ও ভাল করে শুনুন।

*জিয়ার ভাষন (কারেকশন করে ২য় বার):

https://www.youtube.com/watch?v=j0uDeSYFerI

*জিয়ার স্বাধীনতা ঘোষনা প্রসঙ্গ:

https://www.youtube.com/watch?v=70nDXSPo7SE

:

ম,ম,বাসেত

( শেয়ানা নাগরিক)

**ইতিহাস কথা কয়