পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। যেটির প্রধান আকর্ষণ ছিল পাকিস্তানের ব্যান্ড জাল। তাদের সঙ্গে পারফর্ম করার জন্য প্রস্তুতি নেয় দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।
সব আয়োজন মোটামুটি সম্পন্ন থাকলেও শো শুরুর কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদ জানান কনসার্টের আয়োজকরা। বাতিল হয়ে যায় ঢাকার শ্রোতাদের বহুল প্রত্যাশিত ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টটি।
নিজেদের পেজ থেকে ‘অ্যাসেন বাজ’ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ‘আমরা দুঃখিত, প্রতিকূল আবহাওয়ার কারণে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। কয়েক দিন ধরে অবিরাম ভারি বর্ষণ অনুষ্ঠানস্থলের উল্লেখযোগ্য ক্ষতি করেছে, যা কনসার্ট আয়োজনের অনুপযুক্ত করে তুলেছে।
আমাদের দর্শকের নিরাপত্তা ও মঙ্গলের স্বার্থে আমরা কনসার্টটি স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুনর্নির্ধারিত তারিখ সম্পর্কিত আরও আপডেটের জন্য অনুগ্রহ করে সঙ্গে থাকুন।
বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় আয়োজকরা। শুরুতে পরবর্তী দিনক্ষণ ঘোষণা কিছু স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। অবশেষে তার কয়েক ঘণ্টা পর জানান হলো, পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনার পরিবর্তে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে দুপুর ৩টার পর শুরু হবে কনসার্ট।
শুক্রবার মধ্যরাতে 'লিজেন্ডস অব দ্যা ডিকেড' এর অফিশিয়াল ইভেন্টের পেজ থেকে জানান হয় এ তথ্য। সেখানে বলা হয়েছে, 'আমাদের আয়োজনের প্রস্ততি সব সম্পন্ন ছিল। কিন্তু অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় সকল কার্যক্রমকে স্থগিত করে দেয়। আজকের বৃষ্টি ছিল অত্যধিক মাত্রায় ছিল, তাতে সব কিছু পণ্ড হয়ে যায়। সময়ের এতটাই স্বল্পতা ছিল যে, সব গুছিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করা যাচ্ছে, 'লিজেন্ডস অফ ডেকেডস' আগামীকাল (শনিবার) জমে উঠতে যাচ্ছে।'
এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তিন কারণে স্থগিত করা হয়েছে এই কনসার্ট। এরমধ্যে প্রথম কারণ হলো বৃষ্টি। এছাড়াও নিরাপত্তা ও সুরক্ষার কথাও উল্লেখ করেছেন তারা। এরপর সংবাদ সম্মেলনে জানা গেল, একেবারে বাতিল নয়, কিছু সময়ের জন্য কনসার্টটি স্থগিত করা হয়েছে’।
এরপর শুক্রবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে কনসার্টের নতুন তারিখ নিশ্চিত করা হয়। ২৭ সেপ্টেম্বরের পরিবরর্তে ভেন্যু পরিবর্তন করে কনসার্ট ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। কনসার্টে জাল ব্যান্ড তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপন করার কথা ছিল। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’। এ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ‘জাল’।
এদিকে, গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। সেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০ টাকা।