National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি-প্রতীকি অর্থে ব্যবহৃত

বিনোদন-অন্যান্য :তিনি আসিবেন এবং আসিতেছেন-ম,ম,বাসেত

  ।।বিকে ডেস্ক।।  শনিবার | নভেম্বর ৯, ২০২৪ | ০৬:৪৫ পিএম

বিনোদন-অন্যান্য :তিনি আসিবেন এবং আসিতেছেন।

।। মে:মাহবুবুল বাসেত।।

একটি বিশেষ ঘোষনা।

তিনি আসিবেন।

তিনি আসিতেছেন।

পরনের পোষাকও হবে চমতকার-যা দৃশ্যমান।

দিন তারিখ সময় চান?তাও সম্ভব কারো কারো পক্ষে।

তবে,ভাল করিয়া তাকাইয়া বুজিয়া শুনিয়া

নিবেন -তিনি আসলে কে?

কোথায় ছিলেন এতদিন?

তিনি আসল না নকল?

দেশের কোন অন্চল দিয়ে ঢুকবেন কোন জন?

সবই কি নিছক স্মৃতি হয়ে থাকবে একদিন?

স্মৃতি কারো জন্যে বড় বেদনাদায়ক আবার

কারো জন্যে কখনো কখনো সুখকরও বটে।

আর আমরা যারা পেশাদার-আমাদেরকে একই হাতেই

তুলে ধরতে হয়-সুখ ও বেদনার সে কাহিনীগুলো।

-ম,ম,বাসেত

(সাবেক কালচারাল রিপোর্টার)

*https://www.youtube.com/watch?v=8uumY5KcYWs

*https://www.youtube.com/watch?v=qfXeLVHIGKQ

**ওপরের লিংক দুটি ইউটিউব-র সোজন্যে।

*শেখ হাসিনার ছবি সোসাল মিডিয়া থেকে সংগৃহীত।