National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ফাইল ফটো

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | নভেম্বর ১০, ২০২৪ | ০১:১২ পিএম

চলচ্চিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই।

রবিবার ১০ নভেম্বর ভোর ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে তিনি পোষ্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো?  তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন আফরোজা হোসেন। তিনি জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। ২০২২ সালে তার ক্যানসার শনাক্ত হয়।

চিকিৎসার জন্য তাকে মুম্বাইতেও নেওয়া হয়েছিল।

আফরোজা বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।