National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

সৌদির মঞ্চ মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরিরা

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  শুক্রবার | নভেম্বর ১৫, ২০২৪ | ১০:১১ এএম

রক্ষনশীল ইসলামী দেশ সৌদি আরবের রিয়াদে পশ্চিমা সংস্কৃতির আদলে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক ফ্যাশন শো।

মার্কিন সংগীতশিল্পী ও হলিউড তারকা অভিনেত্রী জেনিফার লোপেজ ও হ্যালি বেরি মঞ্চে পারফর্ম করলেন।

এ ছাড়া গান গেয়েছেন টাইটানিকখ্যাত কানাডিয়ান পপশিল্পী সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি ও কিউবার গায়িকা কামেলা কাবেলা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে এমন আয়োজন খুবই বিরল। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর থেকে নিজেদের রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশটি।

গত বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা জড়ো হন রিয়াদের এক অভিজাত হোটেলে। তাদের মধ্যে ছিলেন সেলিন ডিওন, জেনিফার লোপেজ, হ্যালি বেরিদের মতো তারকা।

পশ্চিমা স্টাইলে র‍্যাম্পিং, ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল এই ফ্যাশন শোতে। মূলত এই ফ্যাশন শো-এর কারিগর লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এ দিন মঞ্চে তার ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা জানানো হয়।

২০০২ সালে প্রথম অস্কার জেতার সময় হলিউড অভিনেত্রী হ্যালি বেরি যে গাউন পরেছিলেন, সেই একই গাউন পরে রিয়াদের ফ্যাশন শো'তে এসেছিলেন ক্যাটওমেন খ্যাত এই অভিনেত্রী। ওই গাউনের সাজ তাকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়।

এ ছাড়া জেনিফার লোপেজের গান দিয়ে শুরু করা হয় মূল অনুষ্ঠান।

সৌদির মঞ্চে প্রথমবার একসঙ্গে জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওন ছাড়াও মঞ্চ মাতিয়ে রাখেন লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম, মিসরীয় গায়ক আমর দিয়াব।

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন। অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তাঁর প্রাক্তনী বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত করেছেন।

এলি সাবের ডিজাইন করা গাউনে মঞ্চে আসেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি। গাউনটি তাঁর জন্য ছিল বিশেষ। ২০০২ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জেতার সময় এটি পরেছিলেন অভিনেত্রী। সেবার প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতেছিলেন বেরি।

সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়ে এদিনের শো শেষ হয়। জমকালো গোল্ডেন গাউন পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘আই অ্যাম অ্যালাইভ’–এর মতো জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতান তিনি। অসুস্থতার পর চলতি বছর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। এরপর আবারও গাইতে শোনা গেল তাঁকে।

প্রথমবার সৌদিতে পারফর্ম করে বেশ রোমাঞ্চিত ছিলেন সেলিন ডিওন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, প্রথমবারের মতো এখানে (রিয়াদে) আসাটা একধরনের স্বপ্নপূরণের মতো। আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি।