National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ফাইল ফটো

বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | ডিসেম্বর ১, ২০২৪ | ১০:৩১ এএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন তিনি।

শনিবার ৩০ নভেম্বর সকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

পারিবারিক সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তাঁর স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাঁরা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন।

বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাঁদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাঁকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তারা বিব্রতবোধ করছিলেন।

সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

প্রসঙ্গত, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এ অভিনেত্রী।