National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

  ।।বিকে রিপোর্ট।।  মঙ্গলবার | ডিসেম্বর ১০, ২০২৪ | ০১:২৪ পিএম

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে। এই মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট করবে ‌‘সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।  

কনসার্টে মনির খান, বেবী নাজনীন, কনকচাঁপা, আব্দুল হাদী অথবা খুরশিদ আলম, জেমসসহ জাসাস শিল্পীরা গান পরিবেশন করবেন। এ ছাড়া কনা, মৌসুমী, ইমরান ও প্রীতম গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।