National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত, ভিডিও থেকে

মানিক মিয়া এভিনিউতে চলছে সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্ট’

  ।।বিকে রিপোর্ট।।  সোমবার | ডিসেম্বর ১৬, ২০২৪ | ০৮:১২ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে ‘সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্ট’।

সোমবার দুপুর পৌনে ২টায় শুরু হয় এই কনসার্ট। চলবে মধ্যরাত পর্যন্ত। মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে বিএনপি।

কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারও মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে।

আয়োজকরা জানিয়েছেন, জেমসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা ‘সার্বজনীন কনসার্টে’ তাদের গান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে থাকবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

ছবি: ভিডিও থেকে

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড দলও শ্রোতাদের মন মাতাবেন।  

আয়োজকদের দাবী জুলাই বিপ্লবের পর দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এই আয়োজন। বিজয়ের আনন্দে সবার আগে বাংলাদেশ –এই চেতনা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারও মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে। এক সময় প্রচন্ড ভিড়ের চাপে ভেঙ্গে যায় দুই স্তরের নিরাপত্তা বেষ্টনি। এবং মিডিয়া স্টেজ ভেঙ্গেও আহত হন কয়েকজন মিডিয়া কর্মী।

অনলাইনে লাইভ কনসার্ট দেখুন বিএনপির লাইভ পেইজে