National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: গুগল

বেশরম রং মাখা পাঠান ঝড়: ৪ দিনে আয় ৪২৯ কোটি

  ।।বিকে বিনোদন ডেস্ক।।  সোমবার | জানুয়ারি ৩০, ২০২৩ | ১১:৫২ এএম

মুক্তির পর সবে চার দিন পেরিয়েছে। প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ছে শাহরুখ খান অভিনীত ছবি। চার বছর পর 'পাঠান' ছবি দিয়েই রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বাদশার।

প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে ব্লকবাস্টারের তকমা মুক্তির দিনই পেয়ে গিয়েছিল 'পাঠান'। চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ে ৪০ শতাংশ। যার ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।

চতুর্থ দিনের যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে ছবিটি এখনও পর্যন্ত দেশে ছবিটি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী আয় ১৬৪ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, এর মধ্যে শনিবারে দেশের বক্স অফিসে 'পাঠান'-এর ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ, মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত।

এদিকে শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান' এর 'বেশরম রং' ট্রেইলার প্রকাশ হতেই শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান 'বেশরম রং' নিয়ে। একাংশের আশঙ্কা ছিল ছবির ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মুক্তির পর সকলের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দর্শক মাতল 'পাঠান'-এ।  

বেশরম গান