বুধবার সকাল থেকে পাঠান ঝড়। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়— বিপর্যস্ত যান চলাচল। ভিড় সামলাতে প্রাণ ওষ্ঠাগত কলকাতা পুলিশের। দক্ষিণ কলকাতার ‘বসুশ্রী’ সিনেমা হলের সামনে শাহরুখ ভক্তদের চিৎকার। সকাল ১০টায় ছিল ‘পাঠান’-এর প্রথম শো। কিন্তু ভক্তদের দাবি ছিল, সময়ের আগেই খুলে দেওয়া হোক সিনেমা হল।
বাদশার সমর্থনে মহানগরে বেড়িয়েছে মিছিলও। ভক্তদের স্লোগান, “হিন্দুস্তান কি শান, শাহরুখ খান।” পুলিশ চেষ্টা করলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাস্তায় শাহরুখের অনুরাগীরা। চারিদিকে বাজছে ‘পাঠান’-এর গান বেশরম রং! কেক কাটা হয়েছে মাঝরাস্তায়। অনুরাগীদের মতে, “শাহরুখ বিশ্বের সেরা তারকা, এর থেকে ভাল প্রত্যাবর্তন আর কিছু হতে পারে না।
অ্যাকশন দৃশ্যে ভরপুর সিনেমা ‘পাঠান’। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের এই সিনেমাটি। মাত্র ৭ দিনেই আয় করে নিয়েছে ৬৫৪ কোটি টাকা।
সেই ঝড় এখন উঠতে যাচ্ছে ওটিটিতে। সিনেমা হলে সফলভাবে ব্যবসা করার পর এবার ওটিটিতে আসতে চলেছে ‘পাঠান’। জানা যায়, ১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমাটি কিনেছে অ্যামাজন প্রাইম।এর আগে, বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে ‘পাঠান’।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজ