National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ফাইল ফটো

দেশীয় সিনেমা বাঁচাতে- কাফনের কাপড় পরে রাজপথে নামার হুমকি দিলেন ডিপজল

  ।।বিকে রিপোর্টিং।।  রবিবার | ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ১১:১৩ এএম

সাফটা চুক্তির আওতায় দেশের হলগুলোতে ভারত বা বিদেশি সিনেমা মুক্তির বিষয়ে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি ভারতের সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দেয়াকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গন উত্তপ্ত। 

এ দেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল মনে করেন, হলে দর্শক ফেরাতে হলে ভালো গল্প উপহার দিতে হবে। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার পক্ষে নন তিনি। আর প্রয়োজনে আবারো কাফনের কাপড় পরে রাজপথে নামার হুমকি দেন ডিপজল।

তিনি বলেন, হিন্দি ছবি আনার চিন্তা করাই অমঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আর সবাইকে এই শিল্পকে বাঁচাতে আমাদের এক হতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে তিনি এসব কথা বলেন। 

ডিপজল বলেন, ‘দেশের বাজারে হিন্দি ছবি মুক্তি পেলে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবি করাই তো বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি, পারলে নিজে কিছু করে দেখাব। অন্যের লাভের দিকে কেন তাকিয়ে থাকব। সমিতি যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায়, তাহলে অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

ডিপজল আরো বলেন, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। এর আগেও যখন এই শিল্পে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে।

এর মধ্যে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি বা ভিন দেশের সিনেমা মুক্তির বিষয়ে একমত পোষণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ১৯টি সংগঠন। তবে এর বিপরীতে অবস্থানকারীদের একজন জনপ্রিয় অভিনেতা ডিপজল।