National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ফাইল ফটো

“নজরুল সংগীত আদি সুরে”র শততম গান প্রকাশিত

  ।।বিকে বিনোদন রিপোর্টিং।।  রবিবার | মে ৭, ২০২৩ | ০৯:৪৭ এএম

দেশে এবং বিদেশে নজরুল সংগীত শিক্ষার্থীদের আদি সুরে এবং সঠিক বাণীতে নজরুল সংগীত শেখানোর যে কার্যক্রম “নজরুল সংগীত আদি সুরে” চ্যানেলের মাধ্যমে দুই বছর পূর্বে ২০টি গান দিয়ে শুরু করেছিলেন, দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী এবং শিক্ষক শেলু বড়ুয়া- সেই চ্যানেলে এখন ১০০ (একশত) গান পূর্ণ হয়েছে।

দেশে এবং বিদেশে বর্তমানে চ্যানেলটির মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধ সুর এবং বাণীতে নজরুল সংগীত শিখতে সক্ষম হচ্ছেন। সুদূর প্রসারী চিন্তা করে ১০০ বছর পরেও নজরুল সংগীত শিক্ষার্থীরা যেন নজরুল সংগীত শিখতে পারেন সে লক্ষ্যেই শেলু বড়ুয়া তার এই ইউটিউব চ্যানেল “নজরুল সংগীত আদি সুরে”র যাত্রা শুরু করেন। সরকারি সংগীত কলেজের নজরুল সংগীতের প্রাক্তন শিক্ষক শেলু বড়ুয়া তার শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যানেলের প্রত্যেকটি গান ইলাসষ্ট্রেশন সহ টিউটোরিয়াল আদলে উপস্থাপনা করেছেন।

গানের শুরুতেই গানটি মূল শিল্পীর নাম সহ গানের বর্ণনা এবং পরে কোথায় কিভাবে অলংকারগুলো গাইতে হবে তা তিনি বর্ণনা করেছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে অবস্থান করছেন এবং যারা সরাসরি নজরুল সংগীত শিক্ষক হাতের কাছে পাননা তারা এই চ্যানেলের মাধ্যমে গান শোনা এবং শেখার বিশেষ সুযোগ লাভ করে উপকৃত হচ্ছেন। এছাড়া প্রত্যেকটি গান শেলু বড়ুয়া সহজ ভাবে শেখানোর চেষ্টা করেছেন।

নজরুল সংগীত রাগ ভিত্তিক এবং সেমি ক্লাসিক্যাল হওয়ার কারণে অনেকে নজরুল সংগীত পরিবেশন করা কঠিন বলে মনে করেন। তাদের জন্য শেলু বড়ুয়ার শেখানোর পদ্ধতি উপকারে আসবে। ১৯৭৪ সালে শেলু বড়ুয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সরাসরি তাঁর সামনে বসে যে গানটি শুনিয়েছিলেন ‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই’ সেই গানটি দিয়ে শেলু বড়ুয়া তার চ্যানেলের ১০০ গান পূর্ণ করেন।

বাংলাদেশ-ভারতের নজরুল সঙ্গীত শিক্ষকদের মধ্যে তিনিই প্রথম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আদি সুরে নজরুল সঙ্গীত শেখানোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার এই চ্যানেলে বিভিন্ন শ্রেণীর নজরুল সংগীত যেমন: আধুনিক অংগের, গজল, কীর্তন, ভজন, উচ্চাঙ্গ, পল্লী-ভাটিয়ালি, দেশাত্মবোধক ইত্যাদি গান রয়েছে। বর্তমানে ১০০টির বেশি গান পূর্ণ হলেও শেলু বড়ুয়ার “নজরুল সঙ্গীত আদি সুরে” চ্যানেলে আগামিতে নূন্যতম ২০০টির বেশি গান প্রকাশ করা হবে। ১০০ গান পূর্ন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়। 

বাঙ্গালীর খবর ডট কমের পাঠকদের জন্য শততম গানটির লিংক যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই