National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: গুগল

জমকালো আয়োজনে পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের

  ।।ওবায়দুল হক।।   বুধবার | মে ১৭, ২০২৩ | ০৭:৪৯ পিএম

জমকালো আয়োজনে বিশ্ব তারকাদের উপস্থিতিতে শুরু হলো বিশ্বচলচ্চিত্রের সবচে’ মর্যাদাপূর্ণ উৎসব ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। কান চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে সেখানে সারা বিশ্ব থেকে হাজির হয়েছেন শ্রেষ্ঠ নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।  

মঙ্গলবার ১৬ মে সন্ধ্যায় ফরাসি শহরটির ‘পালে দে ফেস্তিভ্যাল’-এর গ্র্যান্ড থিয়েটারে লুমিয়েরে এই উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট।

ছবি: গুগল

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। তিনি পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন হলেন— ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত ১৩ এপ্রিল সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে ৭৬তম কান উৎসবের সম্মানজনক লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার তুলে দেয়া হয় দুইবারের  অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের হাতে। সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন উমা থারম্যান। তাদের মাঝে ছিলেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভ। তার একটি সাদাকালো ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের আসরের অফিশিয়াল পোস্টার। এ সময় মাইকেল ডগলাসের সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী ক্যাথেরিন জিটা-জোন্স ও তাদের মেয়ে ক্যারিস জিটা।

ছবি: নিউইয়র্কটাইমস

এরপর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রথম দিন প্রদর্শিত হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই ৫৯ বছর বয়সী এই অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২ মুভি, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং একটি টিভি সিরিজ। ১৯ মে দেখানো হবে বাংলাদেশি চলচ্চিত্র ‘মা’। এটি অরণ্য আনোয়ার পরিচালিত মুক্তিযুক্তভিত্তিক সিনেমা।

এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি চলচ্চিত্র তারকার অংশ নেয়ার কথা রয়েছে। ভারতসহ অন্যান্য দেশের পাশাপাশি প্রতিনিধিত্ব করছে বাংলাদেশও। এবার উৎসবের বাণিজ্যিক শাখায় প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত মা চলচ্চিত্রের।