National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

দেশ জয় করে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘সুড়ঙ্গ’

  ।।বিকে বিনোদন রিপোর্টিং।।  বৃহস্পতিবার | জুলাই ২০, ২০২৩ | ০৩:৫৩ পিএম

আগামী শুক্রবার পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসেও মুক্তি পাচ্ছে রায়হান রাফির এই সিনেমাটি। সেখানে এর পরিবেশনার দায়িত্বে আছে বায়স্কোপ ফিল্মস। এরই মধ্যে মার্কিন মুলুকে চলছে এর জোর প্রচারণা।

তারই অংশ হিসেবে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দেখানো হয়েছে ‘সুড়ঙ্গ’র ট্রেলার। পৃথিবীর কেন্দ্রস্থল’খ্যাত টাইমস স্কয়ারে কোনো সিনেমা কিংবা গানের প্রচারণা মানে সেটা বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া। ‘সুড়ঙ্গ’র মাধ্যমে সেই অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ।

বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদের মতে, এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ট্রেলার টাইমস স্কয়ারে প্রদর্শিত হলো।

ছবি: গুগল

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা অব্দি প্রতি ঘণ্টায় চারবার করে ‘সুড়ঙ্গ’র ট্রেলার দেখানো হয়েছে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে। এটি ‘আই লাভ নিউইয়র্ক’ বিলবোর্ডের ঠিক ওপরেই অবস্থিত।

শুধু বিলবোর্ডে ট্রেলার প্রদর্শনই নয়, ভিনদেশি দর্শকের মাঝে ‘সুড়ঙ্গ’র লোগো সম্বলিত টি-শার্টও বিলি করা হয়েছে। এর মাধ্যমে বাংলা সিনেমার আবেদন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ত্বরান্বিত করছে পরিবেশনা সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে দেশে ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর দর্শক চাহিদা বেড়েছে এবং সেই সঙ্গে বেড়েছে সিনেমার শো সংখ্যাও। দর্শক চাহিদায় সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়।পরর সপ্তাহে শনিবার স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় ৩৩ শো হাউজফুল চলে ‘সুড়ঙ্গ’ সিনেমার।

পরিচালক রায়হান রাফী বলেন, গত বছর কোরবানি ঈদে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল। প্রথম দিকে সিনেমাটি নিয়ে দর্শকের খুব বেশি উন্মাদনা ছিল না। হল বেড়েছে পরে। কিন্তু ‘সুড়ঙ্গ’ সিনেমার দর্শক চাহিদা প্রথম দিন থেকেই। তাই দ্বিতীয় দিন থেকেই হলিউডের সিনেমার সব শিডিউল বাতিল করে ‘সুড়ঙ্গ’র শো বাড়ানো হয়েছে। বাংলা সিনেমার জন্য শো এর দিক থেকে সিনেপ্লেক্সে এটি রেকর্ড।

‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন টিভির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় তার বিপরীতে আছেন তমা মির্জা। এ ছাড়া সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’-এ বড় চমক হিসেবে হাজির হন অভিনেত্রী নুসরাত ফারিয়া।  আগামী ২৮ জুলাই উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে চলবে বাংলাদেশের এই সিনেমা। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশেও চলবে এটি।