National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: গুগল

ওস্তাদ রশিদ খানের চিরবিদায়

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  মঙ্গলবার | জানুয়ারি ৯, ২০২৪ | ০৭:১১ পিএম

ভারতের শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান  আর নেই তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মঙ্গলবার ৯ জানুয়ারি বেলা ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবরে দুপুরেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলবো।

এরপর চিকিৎসক রশিদ খানকে মৃত ঘোষণা করে বলেন, এতদিন হাসপাতালে থাকার কারণে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনেও নেওয়া হয়। কিন্তু ফিরিয়ে আনতে পারিনি। ৩টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অনন্য নাম রশিদ খান। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বদায়ূঁতে ১৯৬৮ সালের ১ জুলাই জন্ম তার। পারিবারিকভাবেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠেন এবং দাদা ওস্তাদ নিসার হোসেন খাঁর কাছ থেকে তালিম নেওয়া শুরু করেন। পরে আরও বিজ্ঞজনের কাছেও তালিম নিয়েছেন তিনি।

শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিনিধি হলেও তিনি আধুনিক তথা বলিউড-টলিউডেও গান করেছেন। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে “আওগে যাব তুম সাজনা”, “মানওয়া”, “আল্লাহ হি রাহেম”, “তু বানযা গালি” ইত্যাদি। তবে সিনেমার বাইরে তার গান ও অ্যালবামের সমৃদ্ধ ক্যারিয়ার।

নন্দিত এই শিল্পী ২০০৬ সালের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী, ২০১২ সালে পশ্চিমবঙ্গের সম্মাননা বঙ্গবিভূষণ এবং ২০২২ সালে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ অর্জন করেছেন।

সূত্র: আনন্দ বাজার