National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

ওপার বাংলায় মুক্তির অপেক্ষায়- মিথিলার নতুন সিনেমা

  ।।বিকে বিনোদন রিপোর্ট।।  সোমবার | মার্চ ৪, ২০২৪ | ০৫:২২ পিএম

রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই কাজ করে জনপ্রিয়তায় বাংলা ভাষাভাষীদের মনে ঠাই করে নিচ্ছেন। অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশ-ভারত সবখানেই।

সম্প্রতি ওপার বাংলার আরো একটি সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম ‘ও অভাগী’।

মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলাম। তবে কাজটা করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে।

অভিনেত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। সেসময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে।

জানা গেছে, আগামী ২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘ও অভাগী’ সিনেমাতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ‘কাজলরেখা’ সিনেমা।