National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

৯২তে পঞ্চমবার বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  শুক্রবার | মার্চ ৮, ২০২৪ | ০৭:২৫ পিএম

কন্যা এলেনা জুকোভা বয়স ৬৭ বছর, অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী, আর পাত্র মিডিয়া মোগল রুপার্ট মারডক বয়স মাত্র ৯২! সম্প্রতি ষষ্ঠবারের মতো বাগদান সারলেন মারডক। এ বয়সেও দুইজনেরই কারো আবেগের কোন কমতি ছিল না।

শুক্রবার ০৮ মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাগদান সারলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে নিজের বাগদান সেরেছেন। তার দলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে তিনি ৬৭ বছর বয়সী এ নারীর সঙ্গে ডেটিং করে করে আসছিলেন। ওই নারীর নাম এলেনা জোকোভা। ধারণা করা হচ্ছে, চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে তাদের বিয়ে হতে পারে। এটি তার ষষ্ঠ বাগদান হলেও পঞ্চম বিয়ে হবে।

তার অন্য স্ত্রীরা হলেন- অস্ট্রেলিয়ার ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সাংবাদিক অ্যানা ম্যান, মিস ডেং এবং যুক্তরাষ্ট্রের মডেল, অভিনেত্রী জেরি হল। এর আগে রাশিয়ার তেল ব্যবসায়ী বিলিয়নার অ্যালেকজান্দার জুকোভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিস জুকোভা। তাদের কন্যা ডাশা একজন সমাজসেবক ও ব্যবসায়ী।

চলতি বছর ক্যালিফোর্নিয়ার মোরাগা ভিনিয়ার্ডে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এটি মারডকের ৫ম বিয়ে। ২০২৩  সালের এপ্রিলে আকস্মিকভাবে সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে এনগেজমেন্ট বাতিল করেন তিনি।

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, চলতি বছরের জুনে এ বিয়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গত বছর তিনি ফক্সের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান।এর অল্প সময় পরেই মিস জুকোভার সঙ্গে রুপার্ট মারডকের চুটিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রুপার্ট মারডকের চীনা বংশোদ্ভূত সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং একটি পার্টি আয়োজন করেছিলেন। সেখানেই মিস জুকোভার সঙ্গে সাক্ষাৎ হয় রুপার্ট মারডকের।

রুপার্ট মারডকের জন্ম অস্ট্রেলিয়ায়। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় নিজের ক্যারিয়ার শুরু করেন রুপার্ট মারডক। ১৯৬৯ সালে নিউজ অব দ্য ওয়ার্ল্ড এবং লন্ডনে দ্য সান পত্রিকা কিনে নেন। এরপর নিউ ইয়র্ক পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালসহ যুক্তরাষ্ট্রের অনেক প্রকাশনাকে কিনে নেন তিনি।

১৯৯৬ সালে চালু করেন ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে জনপ্রিয় টিভি নিউজ চ্যানেল। যদিও নিউজ করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে, তবু রুপার্ট মারডক স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক শত শত মিডিয়া আউটলেটের মালিক।

তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার বিতর্কের বাইরে নয়। তার সবচেয়ে খারাপ সময় হলো ব্রিটেনে ফোন হ্যাকিং স্ক্যান্ডাল। যখন খবর ছড়িয়ে পড়ে যে, স্কুলপড়ুয়া মেয়ে মিলি ডোলারকে হত্যা করা হয়। তার ভয়েসমেইল শুনতে পেয়েছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড। সেপ্টেম্বরে মারডক ঘোষণা দেন যে, তার মিডিয়া সাম্রাজ্যের শীর্ষস্থানীয় ভূমিকা থেকে পদত্যাগ করছেন।

তিনি নিজের ছেলে ল্যাচলানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ল্যাচলান ফক্স এবং নিউজ করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব নেন। নিউ ইয়র্ক টাইমস রিপোর্টে বলেছে, মিস জুকোভার সঙ্গে রুপার্ট মারডকের বিয়ের ফলে তার ভবিষ্যত বাণিজ্যে প্রভাব পড়বে না। কারণ, তার ব্যবসা এখন চার প্রাপ্তবয়স্ক সন্তান পরিচালনা করছেন ট্রাস্টের মাধ্যমে।