National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

সৌদি আরবে সুইমস্যুট ফ্যাশন শো!

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  রবিবার | মে ১৯, ২০২৪ | ০৭:৩৬ পিএম

কিংডম অব সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সুইমস্যুট ফ্যাশন শো। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরবের সাংস্কৃতিক কঠোরতা বিলোপের লক্ষ্যে সামাজিক সংস্কার করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এই ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে।

শুক্রবার দেশটির পশ্চিম উপকূলে সেন্ট রিজেস রিসোর্টে আয়োজিত ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে এই শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে সাঁতারের পোশাকে পুলের ধারে হাঁটলেন মডেলরা।

যে দেশে এক দশক আগেও মহিলাদের আপাদমস্তক ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল, সেই রক্ষণশীল ইসলামিক দেশে এমন উন্মুক্ত আয়োজন অবশ্যই সবার জন্য বড় চমক।

মরক্কান ফ্যাশন ডিজাইনার ইয়াসমিনা কানজাইয়ের ডিজাইন করা ‘সাতারের পোশাক’ পড়ে র‌্যাম্পে অংশ নেন অনেক মডেলরা।

ইয়াসমিনা বলেন, এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল। তবে আমরা মার্জিত সুইম স্যুটে শো করার চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে। প্রথম এ রকম কিছু হল এ দেশে। ঐতিহাসিক মুহূর্ত। আমার জন্য এই ফ্যাশন শোয়ে অংশ নিতে পারা গর্বের।

উল্লেখ্য, তেল বাণিজ্যের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে সৌদি যুবরাজ অন্যান্য খাতের ওপর মনোযোগ বাড়িয়েছেন। খেলাধূলা ও বিনোদনেও সৌদি আরব আগের চেয়ে অনেক সক্রিয়।

সৌদি ফ্যাশন কমিশনের হিসেব অনুযায়ী ২০২২ সালে এই খাত থেকে দেশটির আয় হয়েছে ১২৫০ কোটি মার্কিন ডলার যা দেশটির মোট জিডিপির ১ দশমিক ৪ শতাংশ। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৩০ হাজার মানুষের।